লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দিঘিরহাট নামক এলাকায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নিহত-১ ও আহত হয়েছে অন্তত ৫ জন।
শনিবার (২০ এপ্রিল) সকালে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানের পেছনে ধাক্কা দেয়, এতে ভ্যান চালক সহ গুরুতর আহত হয় ৬ জন।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসঙ্কা জনক অবস্থা ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাইয়ুম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। বাকি ২ জন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।এবং হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মৃত আব্দুল কাইয়ুমের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিন ধুবনী এলাকায়।
ঘতক ট্রাকটিকে স্হানীয় লোকজন আটক করে সিংগীমারি ৩ নং ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ জানান,সকালে এই দুর্ঘটনা ঘটে,প্রথমে ছয়জনকে আহত অবস্থা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।পরে ৩ জনকে আসঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মা-রা যান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন