লালমনিরহাটের হাতীবান্ধা কলেজ ছাত্রলীগের নয়া কমিটি ঘোষনায় আনন্দ মিছিল
লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারী কলেজের নয়া কমিটি ঘোষনায় আনন্দ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ।
গত লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাস ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামের গত (২৪ জুলাই) স্বাক্ষরিত প্যাডে আলিমুদ্দিন সরকারী কলোজ শাখা ছাত্রলীগে নয়া কমিটিতে আরিফুল ইসলাম নয়নকে সভাপতি ও শাকিলুজ্জামান সাকিলকে সাধারণ সম্পাদকের নাম প্রকাশিত হয়।
নয়া কমিটির নাম প্রকাশিত হওয়ার পর বুধবার রাতে শাকিলুজ্জামান শাকিলের নেতৃত্বে উপজেলা চত্বর এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন টি বের হয়ে বন্দর বাসস্ট্যান্ড,মেডিকেল মোড়, দৈখাওয়া মোড়, সরকারি আলিমুদ্দিন কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন