লালমনিরহাটের হাতীবান্ধায় উপনির্বাচনে প্রার্থী, বিএনপির আহবায়ক
লালমনিরহাটের হাতীবান্ধা গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের শফিকুল ইসলামসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেষদিন বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র উত্তোলন করেও হুমায়ন কবির মাসুম জমা দেননি। মোঃ আকতার হোসেন, আবু তাহের মোঃ শফিকুল ইসলাম, মোঃ শামসুল হুদা লিটন, মোঃ আকবর হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রফিক, মো. রনি হোসেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আগামী ০৫/০৭/২৪ খ্রিষ্টাব্দ মনোনয়নপত্র যাচাই বাছাই, ০৬/০৭/২৪ খ্রিস্টাব্দে যাচাই-বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ০৯/০৭/২৪ খ্রিস্টাব্দে আপিল নিষ্পত্তি, ১০/০৭/২৪ খ্রিস্টাব্দে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ১১/০৭/২৪ খ্রিস্টাব্দে প্রতীক বরাদ্দ।
আগামী ২৭/০৭/২৪ খ্রিস্টাব্দে ভোট গ্রহণ। উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলা ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল গত,০৩/০৪/২৪ খ্রিস্টাব্দে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পদটি শূন্য থাকায় হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।
উক্ত তফসিল মনোনয়নপত্র জমা প্রদানে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে তফসিল জমা প্রদান শেষ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন