লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় ১২টায়। ভোট শেষে কলেজ অধ্যক্ষ লুতফর রহমান গননা শেষে ফলাফল ঘোষণা করেন।

উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল পারভেজ লিটন প্রাপ্ত ভোট ৬১, তা্ঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট, যুগ্ন সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রেজাউল করিম। তাঁর প্রাপ্ত ভোট – ৩৮। অর্থ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজ্জাক খাঁন পেয়েছেন ২৫ ভোট। নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন নুরুজ্জামান হোসেন। প্রাপ্ত ভোট -৫৯ ও রবিউল ইসলাম। প্রাপ্ত ভোট- ৫০ ভোট।
হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজ অধ্যক্ষ লু্তফর রহমান বলেন, এ নির্বাচনটি ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। নির্বাচনটি সম্পন্ন করতে নানা ধরনের চাপ থাকলেও দিন শেষে নির্বাচন সম্পন্ন করতে পারার আনন্দ সকলে মিলে উপভোগ করেছি।

এদিকে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাজ্জাদুল পারভেজ লিটনকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।