লালমনিরহাটের হাতীবান্ধায় এইচপিভি ভ্যাকসিন বিষয়ে অবহিতকরণ সভা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নতুন এইচপিভি ভ্যাকসিন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মসূচির উপর তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা: মাহমুদুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, ডা: আল আকসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মো: তরিকুল ইসলাম ও আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল প্রমুখ।
বক্তাগন বলেন, ইউনিসেফ, দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত এক কর্মসূচি মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করে। এই কর্মসূচির লক্ষ্য হলো দেশের লাখ লাখ মেয়েদেরকে জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষা করার মাধ্যমে তাদের স্বাস্থ্য ও ভবিষ্যত সুরক্ষিত করা। প্রতিবছর হাজার হাজার নারীর জীবন কেড়ে নেয় এই জরায়ুমুখ ক্যান্সারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন