লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত ইউএনও শামীম মিঞার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া, উপজেলা আমীর হাছান আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, কমরেড শওকত হোসেন, গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বের হোসেন প্রমুখ।

বক্তাগন, স্থানীয় সরকার ব্যবস্থা আধুনিক ও গতিশীল করে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর বিষয়ে অভিমত ব্যক্ত করা হয়।