লালমনিরহাটের হাতীবান্ধায় গনতন্ত্র যাপনে গণ আকাঙ্খা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গনতন্ত্র যাপনে গণ আকাঙ্খা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) স্থানীয় অবকাশ কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করেন উপজেলা জিয়া পরিষদ।

উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন।

যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবুল, সিন্দুর্না ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন দুলালসহ আরো অনেকে। সেমিনার শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।