লালমনিরহাটের হাতীবান্ধায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই কসমেটিক দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম মিঞা।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই কসমেটিক দোকানদার মালিককে জরিমানা করা হয়েছে।
জরিমানা প্রাপ্তরা হলেন-সুমি কসমেটিক এর মালিক মন্জু,মামনি কসমেটিক এন্ড গিফট হাউস এর মালিক সোলায়মান।দুজনকেই ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন,ভোক্তাদের স্বার্থ রক্ষা, ক্ষতিকর পণ্য ও সেবা থেকে সুরক্ষা এবং ন্যায্য ব্যবসা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন