লালমনিরহাটের হাতীবান্ধায় জঙ্গী মেহেদি হাসান আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/received_526172095951431-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
লালমনিরহাটের হাতীবান্ধায় শনিবার সকালে আটক জঙ্গী মেহেদী হাসান কে (৩০) জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার যশোরের অভয়নগর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
আটক জঙ্গী মেহেদি হাসান লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাশেম তালুকদারের ভাতিজা ও তার বড়ভাই লতিফ তালুকদারের ছেলে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান,২০১৭ সালের রাষ্ট্র বিরোধী নাশকতার মামলায় মেহেদি হাসানকে আটক করা হয়। ওই সময় লালমনিরহাট ডিবি পুলিশের উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে ২০১৭ সালের ২৮ আগষ্ট একটি নাশকতার ঘটনার মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন মেহেদি হাসান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন