লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত যাত্রী নিয়ে, নদী পারাপারের সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে নৌকা ডুবে ৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছে রংপুরের ডুবরি দল।

রবিবার (৯ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী সরকারপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় তিস্তা নদীতে এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমিজ উদ্দিনের ছেলে ফজলুল হক(৫৯), মত জুলাই শেখের ছেলে আহেদুল (৫০) ও দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০/২২ জন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতার দিয়ে পাড়ে উঠলেও ৩ জন নিখোঁজ হয়।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুর ডুবুরি দলের নেতৃত্বে উদ্ধার অভিযান চলছে।

সিঙ্গিমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।