লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের থাক্কায় ইজিবাইকে শিশুসহ ৫ যাত্রী আহত
বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী কমিউটার ট্রেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিংয়ের সময় ওই ট্রেনের থাক্কায় ইজিবাইকের শিশু ও নারীসহ ৫ যাত্রী আহত হয়েছে।
সোমবার দুপুরে উক্ত ট্রেন দূর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন রাহেলা বেগম(৭০), বায়েজিদ(৩), আফজাল হোসেন(২৮), ইছমাইল হোসেন(৩৫) ও রেনু বেগম(৪৫)। স্থানীয়রা হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তাদের অবস্থা আশংকাজনক। এদের মধ্যে ৩ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে শাহিনুর আলম ও সাজেদুর রহমান বলেন, ওই রেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। আমরা ঝুঁকি নিয়ে ওই রেল ক্রসিং দিয়ে চলাফেরা করি। প্রায়ই ওখানে রেল দূর্ঘটনা ঘটে থাকে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন