লিঁওর কাছে হারলো নেইমারবিহীন পিএসজি
আগের ম্যাচে ৪ গোল করে পিএসজিকে জিতিয়েছিলেন ৮-০ গোলে। কিন্তু লিঁওর বিপক্ষে ফরাসি দলটিকে নামতে হলো দলের সেরা খেলোয়াড় নেইমারকে ছাড়াই। তার মধ্যে আবার দানি আলভেস লালকার্ড খেয়ে চলে গেলেন মাঠের বাইরে। ১০ জনের পিএসজি শেষ পর্যন্ত পেরে ওঠেনি লিঁওর সঙ্গে। ফলে ১-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।
খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। নাবিল ফেকিরের বাঁকানো ফ্রি কিক পোষ্টের কানায় লেগে জালে জড়িয়ে যায়। অবশ্য বিরতিতে যাওয়ার আগে গোলটি শোধ করে দেয় পিএসজি। ডিফেন্ডার দানি আলভেসের ক্রস থেকে কুরজাওয়ার বা পায়ের শটে বল তার গন্তব্য খুঁজে পায়।
১-১ এ বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে আলভারোকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন আলভেস। শেষের দিকে ডি বক্সের বাইরে থেকে মেমফিস ডিপাইয়ের শট জালে জড়ালে পিএসজির পরাজয় নিশ্চিত হয়ে যায়। তবে এই পরাজয়েও পিএসজিকে শীর্ষস্থান থেকে টলানো যায়নি। ২২ ম্যাচে দলটি পয়েন্ট ৫৬। ঠিক পিএসজির পরই রয়েছে লিঁও। তাদের পয়েন্ট ৪৮।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন