লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৯০ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৯০ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য দিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র জানান, জুয়ারা শহরের নিকটবর্তী সমুদ্রতীরে ১০টি লাশ ভেসে আসে। এদের আটজন পাকিস্তানি আর দু’জন লিবীয় নাগরিক।

এছাড়া একটি মাছ ধরার নৌকা একজনকে জীবিত উদ্ধার করেছে। দু’জন সাঁতরিয়ে তীরে উঠতে সমর্থ হয়েছেন।

নৌকাটি কিভাবে দুর্ঘটনায় পড়েছে এবং শেষ পর্যন্ত ডুবে গেছে তা এখনো পরিষ্কার নয়।

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়িয়ে দিয়ে ইতালি এবং ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার সময় ২০১৭ সালে এক লাখ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।