লিবিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৩, আহত ৪৮
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮ জন।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বেনগাজির মাজৌরি জেলায় একটি মসজিদে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে ওই বিস্ফোরকগুলো একটি ব্যাগে করে মসজিদে প্রবেশের দরজার সামনে লুকিয়ে রাখা হয়েছিল। পরে মোবাইল ফোনের সাহায্যে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এই বোমা হামলা কারা চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গেলো মাসে এ ধরনের এক হামলার জন্য শহরের ‘ইসলামিস্ট স্লিপার সেল’কে দায়ী করেন কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন