লোকসভা নির্বাচনে বলিউড তারকাদের বিশেষ বার্তা
ভারতে চলছে লোকসভা নির্বাচন। ২০মে সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণে ভোট দেবে মহারাষ্ট্রে। গণতন্ত্রের গুরুত্ব বুঝিয়ে ভোটারদের কাছে বিশেষ আবেদন করেছেন বলিউড তারকারা।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, রবিবার বলিউড বাদশা শাহরুখ খান সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ লেখেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে আমাদের অবশ্যই এই সোমবার মহারাষ্ট্রে ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে।
আসুন ভারতীয় হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দেই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সালমান খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, আমি বছরে ৩৬৫দিন যাই করি না কেন, ২০শে মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যাই ঘটুক না কেন! সুতরাং আপনি যা করতে চান তা করুন, তবে যান গিয়ে ভোটটা দিয়ে আসুন।
এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা .. ভারত মাতা কি জয়।’
এছাড়া অভিনেতা অক্ষয়কুমার সকলের উদ্দেশ্যে বলেন, ‘নমস্কার মুম্বাইবাসী, এই সুযোগটা ৫ বছরে মাত্র ১ বারই আসে, সেটা হল ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন