লোভ || হাসানুজ্জামান হাসান

লোভ
হাসানুজ্জামান হাসান


লোভ হতে তুমি আমাকে ও খোদা
রেখে দিও বহু দূরে,
কেননা এ লোভে অন্তরটাকে
খেয়ে নেয় কুঁরে কুঁরে।

লোভটাকে তুমি লাথি মেরে দিয়ে
ধর পথ যদি সোজা,
বড় হতে তুমি চাইবে না কভু
থাকবে না শিরে বোঝা।

তুমি তো তোমাকে ছোট ভাবো খুবই
এটা নয় ভাবা ঠিক,
কারণ তোমাকে ছোট ভাবে যারা
তারা সব নাস্তিক।

হতে পারে কেহ বড় খুবই বড়
সেদিকে দিও না চোখ,
কারণ তুমি তো নাস্তিক নহ
ন্যায় পথে চলা লোক।

লোভটাকে তুমি রাখবে না কাছে
কখনো শোনো ও ভাই,
লোভ নিয়ে সাথে যায় না কো জেতা
মোদের এই দুনিয়ায়।

কাছে যাহা আছে তাই নিয়ে তুমি
পথ চলো নির্ভয়,
এতেই তোমাকে করবে যে বড়
নিশ্চয় নিশ্চয়।