শতভাগ গার্মেন্টসে উৎসব ভাতা দেওয়া হয়েছে : বিজিএমইএ
ঈদ উপলক্ষে পোশাক শিল্পের শতভাগ কর্মী উৎসব ভাতা পেয়েছেন বলে দাবি করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। শনিবার কাওরানবাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ‘শতভাগ গার্মেন্টস কারখানায় উৎসব ভাতা দেওয়া হয়েছে। ৩১শ’ কারখানায় শতভাগ বেতন বোনাস দেওয়া হয়েছে শ্রমিকরা বেতন ও বোনাস পেয়েছেন।’
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শতভাগ কারখানায় মে মাসের বেতন দেওয়া হয়েছে। ৯৮ ভাগ কারখানায় জুন মাসের পুরোটাই অথবা আংশিক বেতন দেওয়া হয়েছে। এছাড়াও ৮৫ ভাগ কারখানায় ঈদের ছুটি দেওয়া হয়েছে। বাকি কারখানাগুলো আজকের মধ্যে ছুটি দেবে।
সিদ্দিকুর রহমান বলেন, ‘ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্যা হতে পারে এমন কিছু কারখানার তালিকা আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে পেয়েছিলাম। বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত ১ হাজার ১০০টি প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিং এর আওতায় এনে সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। বিজিএমইএ ঢাকা অফিসের মধ্যস্থতায় প্রায় ৩১টি কারখানার সমস্যা সমাধান করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। এই মুহুর্তে আমাদের হাতে বেতন ভাতা পরিশোধ বিষয়ে সমাধান হয়নি এরকম একটি কারখানাও নেই।
সিদ্দিকুর রহমান বলেন, ঈদের আগে শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে বেতন ভাতাদি পায় সে লক্ষ্যে সরকার ও আমরা মিলে অগ্রিম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এর আওতায় ঢাকাকে ১৫টি জোনে ভাগ করে ১৫টি জোনভিত্তিক কমিটি গঠন করেছি। প্রতি বছরের মতো এবারো কেন্দ্রীয়ভাবে ক্রাইসিস কন্ট্রোল রুম খোলা হয়। এর বাইরে সরকারের গঠিত আঞ্চলিক ক্রাইসিস কমিটি কাজ করে যাচ্ছে।
বিজিএমইএ এর সদস্য প্রায় ৩১শ’ কারখানায় শতভাগ বেতন বোনাস দেওয়া হয়েছে বলে জানান সিদ্দিকুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন