শতাধিক রোগী মেরেছেন জার্মানির নার্স!
দুইটি খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে জার্মানির এক নার্সের। পুলিশ ও আইনজীবীরা বলেছেন, তাদের সন্দেহ এই নার্স আরও ১৩৪ মানুষকে হত্যা করেছেন।
খবর এবিসি নিউজের।
জার্মানির উত্তরাঞ্চলের দুটি ক্লিনিকে কাজ করেছেন নিয়েলস এইচ নামে চিহ্নিত ওই নার্স। তিনি স্বীকার করেছেন, তিনি নির্বিচারে রোগীদের ইনজেকশন দিতেন। যাতে বিষাক্ত ড্রাগস ছিল।
নিয়েলস এইচ নিজে বেশ কিছু হত্যার কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু পুলিশ বলছে, এসব হত্যাকাণ্ডের বিষয়ে সব ঘটনা মনে করতে পারছে না ওই নার্স। তাই বাকি ১৩৪ জন রোগীর মৃত্যুর পেছনে তাকেই সন্দেহ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন