শনিবার ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান
আগামী ১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
ড. মোমেন জানান, ব্রুনাই সুলতানের সফরে চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে ঢাকা- ব্রুনাই সরাসরি ফ্লাইট, অভিবাসন, জ্বালানি সমঝোতা স্মারকের নবায়নসহ আরও কয়েকটি বিষয় রয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ব্রুনাই একটি আমদানিনির্ভর দেশ। অপরদিকে কৃষি খাতে অনেক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। সেজন্য হালাল খাদ্যের একটি বাজার হতে পারে ব্রুনাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন