শপথ নিলেন ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ নিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ গ্রহণ করেন তিনি।বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তরের নব নির্বাচিত ৩৬ কাউন্সিলরও আজ শপথ নিয়েছেন।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে তারা শপথ নেন।
উল্লেখ, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হন। আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে মোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পান।
এ নির্বাচনে দেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন