শান্তিতে নোবেল বিজয়ী বেলারুশের বিয়ালিয়াতস্কি বর্তমানে কারাগারে
রাশিয়া ও ইউক্রেনের মানবাধিকার সংগঠনের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার-২০২২ পেয়েছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াতস্কি। বর্তমানে তিনি বিচারপূর্বক কারাগারে রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, অ্যালেস বিয়ালিয়াতস্কি বেলারুশের ভিয়াসনা (স্প্রিং) মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা। ১৯৯৬ সালে বেলারুশের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন শুরু করেন। এই সময় তিনি মানবাধিকার সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
নোবেল শান্তি কমিটি বলেছে, গণতন্ত্র এবং বেলারুশে শান্তিপূর্ণ উন্নয়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন ৬০ বছর বয়সী বিয়ালিয়াতস্কি। ২০১১ সালে কর ফাঁকির মামলায় গ্রেফতার করে তাকে ৩ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০২০ সালে বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভের সময় পুনরায় তাকে গ্রেফতার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন