শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ভাঙল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/Sharjah-Cricket-Stadium-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শনিবার (৩ সেপ্টেম্বর) শারজাহ স্টেডিয়ামের ইতিহাসে আরেকটি লাল অক্ষরের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে ২৮ তম টি-টোয়েন্টি সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে শীর্ষ অবস্থান থেকে বাদ দিয়ে এটিকে আন্তর্জাতিক মঞ্চের জন্য এক নম্বর ভেন্যুতে পরিণত করেছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ২৮১টি ম্যাচ আয়োজন করে বিশ্বের শীর্ষে উঠে এসেছে।
শারজাহ এখন ২৪৪টি ওডিআই, ৯টি টেস্ট এবং ২৮টি টি-টোয়েন্টি আয়োজন করেছে যার মোট ২৮১টি।
এই পার্থক্যের প্রতিক্রিয়া জানিয়ে আবদুল রহমান বুখাতির বলেছেন যে, এটি একটি অত্যন্ত সন্তোষজনক অনুভূতি এবং এই ৪০ বছর ধরে যারা গেম উপভোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
ম্যাচটিও অনেক দিক থেকে রেকর্ড-ব্রেকিং ছিল শ্রীলঙ্কা মাঠটিতে সর্বকালের সর্বোচ্চ রান তাড়া এবং টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন