শাহজালাল বিমানবন্দরে ২২টি সোনার বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দ করা সোনার ওজন আড়াই কেজির বেশি।

সোমবার (২৮ ডিসেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সোনার বার উদ্ধার করে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে।

পরে সকাল সোয়া ৭টায় দুবাই থেকে আসা BG-48 ফ্লাইটটি তল্লাশি করা হলে উক্ত ফ্লাইটের একটি সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের বক্সে লুকানো ২২টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ২.৫৫২ কেজি। বাজার মূল্য প্রায় ১ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।