শাহরুখপুত্র আরিয়ান খান আসছেন সিনেমায়!

সিনেমায় যুক্ত হচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, এমন গুঞ্জন চলছে বলিউডে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, চিত্রনাট্যকার হিসেবে একটি ওটিটি প্ল্যাটফর্ম এবং একটি ফিচার ফিল্মের জন্য গল্প লিখতে চলেছেন আরিয়ান।
একটি ওয়েব সিরিজের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছেন আরিয়ান। আর যে সিনেমা নিয়ে কাজ করছেন, তা শাহরুখ খানের ই রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে।
সবকিছু ঠিক থাকলে আরিয়ানের লেখা ওয়েব সিরিজ এ বছরই মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত মিলছে। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে থাকছেন বিলাল সিদ্দীকী।
ওয়েব সিরিজের গল্পটি একজন ‘ডাই হার্ড ফ্যান’ তথা অন্ধ ভক্তকে ঘিরে আবর্তিত হবে।
আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনের উপরে স্নাতক ডিগ্রি নেন। তবে সম্প্রতি তিনি আলোচনায় আসেন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন







