শাহরুখের সঙ্গে রোমান্স করা অসম্ভব সহজ, বললেন অনুষ্কা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/1499840905.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্ক্রিনে শাহরুখ খান অত্যন্ত স্বাভাবিক। আর এই স্বাভাবিকত্বই জব হ্যারি মেট সেজলে শাহরুখের সঙ্গে রোমান্স করতে সাহায্য করেছে তাঁকে। বললেন অনুষ্কা শর্মা। এর আগে শাহরুখের সঙ্গেই রব নে বনা দি জোড়ি দিয়ে বলিউডে পা রাখা অনুষ্কার।
তারপর তাঁরা একসঙ্গে করেন জব তক হ্যায় জান। তাঁদের তৃতীয় ছবি জব হ্যারি মেট সেজলের একটি গান মুক্তি উপলক্ষ্যে সাংবাদিক বৈঠক করছিলেন অনুষ্কা ও শাহরুখ। ছিলেন পরিচালক ইমতিয়াজ আলিও। অনুষ্কার কথায়, শাহরুখের সঙ্গে রোমান্স করা অসম্ভব সহজ।
ছবির গান দেখলেই বোঝা যাবে, যখন তিনি প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছেন, তখন তাঁর চোখের মধ্যে অসাধারণ স্বাভাবিকত্ব আছে। শাহরুখ চাইলে একটা মাইকের সঙ্গেও রোমান্স করতে পারেন বলে মনে করেন অনুষ্কা।
তিনি বলেন, বিশ্বের সেরা সুন্দরীর দিকে এসআরকে যে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকান, সেই একইভাবে প্রাণহীন মাইক্রোফোনের দিকেও তাকাতে পারেন তিনি। জবাবে শাহরুখ বলেন, হ্যাঁ, ততক্ষণই, যতক্ষণ তুমি ধরে থাকছ মাইকটা।-এবিপি আনন্দ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন