শাড়ির আঁচলে ‘মাশরাফি’

উন্নত ও সমৃদ্ধশালী নড়াইল গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল -২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের মাঠের অধিনায়ক এখন জনগণের সেবক হওয়ার পথে। যার জন্য শিশু থেকে বুড়ো-সব বয়সী নারী পুরুষের অপেক্ষা। মাশরাফি কাছে পেয়ে তাই উচ্ছ্বসিত তারা। তাই ভালবাসায় সিক্ত হয়ে এবার নারীদের শাড়ির আঁচলে ঠাই হল মাশরাফির।

নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার বিকালে কোটাকোল ইউপির কলাগাছি এলাকায় যুবলীগ নেতা সৌদি প্রবাসী এস এম মিজানুর রহমান আয়োজিত বিশাল জনসভায় মাশরাফি বক্তব্য রাখেন। ভালোবাসার প্রকাশ স্বরূপ প্রবাসী মিজানুরের স্ত্রী ঝুমা নিজ অর্থায়নে তিন শতাধিক নারীকে পরিয়ে দেন বিশেষ ধরনের এই শাড়ি। নারীদের সেই বিশেষ শাড়ির আঁচলে দেখা মেলে মাশরাফির। পাশেই প্রবাসী যুবলীগ নেতা মিজানের ছবি শোভা দেখা যাচ্ছিল।

এক ভোটার বলেন, ‘মাশরাফি আমাদের আপনজন। আমাদের কাছে এসেছে। তাই আমরা গর্বিত।’

এক নারী ভোটার বলেন, ‘ভাই আমাদের মাঝে এসেছে। আমরা তাকে টিভিতে দেখেছি এখন সরাসরি দেখছি। খুবই ভালো লাগছে।’

২০টি ইউনিয়ন আর ২টি পৌরসভা নিয়ে নড়াইল-২ সংসদীয় আসন। সার্বিক সুযোগ সুবিধার দিক থেকে অনেকটাই পিছিয়ে নড়াইল। এবার তাই এই দৃশ্য পাল্টে ফেলার প্রতিশ্রুতি মাশরাফির।

এক পথসভায় ম্যাশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। আপনাদের সহযোগিতা এখন খুবই প্রয়োজন। আপনাদের সহযোগিতা থাকলে আশা করি, একটি সুন্দর এবং শক্তিশালী নড়াইল আমরা গড়ে তুলতে পারবো। ৩০ তারিখে আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং সকাল সকাল নৌকা মার্কায় ভোট দেবেন বলে আশা করি।’

প্রচারণায় খুব কম সময় পেয়েছেন মাশরাফি। তার পরেও নিজ আসনে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চালিয়ে যাবেন তিনি।