শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার : প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/img875-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সরকার বিনামূল্যে বই পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এই কথা বলেন তিনি। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে আধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে কাজ করছে।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন