শিগগিরই কি বিয়ে করবেন সালমান, ইঙ্গিতপূর্ণ পোস্ট কারিনার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/সালমান-কারিনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সালমান খানের কাছে দেশের মানুষের যেন একটাই প্রশ্ন-‘কবে বিয়ে করবেন ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাই-প্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। রবিবার তার জন্মদিনে ফের উসকে দেওয়া হল সেই চিরাচরিত প্রশ্নটি।
তবে এবার প্রশ্ন নয়, বাক্য। তার থেকেও বড় কথা, প্রসঙ্গ তুললেন খোদ বলি পাড়ার প্রথম সারির নায়িকা। সালমানেরই এক সহ-অভিনেত্রী কারিনা কাপুর।
সালমানের ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান। দুজনের একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন সালমান। আশা করছি, খুব তাড়াতাড়িই বিয়ে করবে তুমি’। পাশে কয়েকটি ইমোজি।
তবে কি বলি পাড়ার কোনো গোপন কথার আভাস পাওয়া গেল, যা এখনো মেকআপ ভ্যানের বাইরে আসার কথা নয়! নাকি নিছকই মশকরা করলেন করিনা?
যেহেতু সালমানের বিয়ে নিয়ে মানুষ এত ব্যস্ত, সেই ব্যস্ততার আগুনেই আরেকটু ঘি ঢেলে দিলেন অভিনেত্রী! তবে উত্তরের জন্য একমাত্র সময়ের উপরেই ভরসা করতে হবে।
সূত্র : আনন্দবাজার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন