শিগগিরই দেড়শো’ নতুন আইসিইউ নির্মাণ : স্বাস্থ্যমন্ত্রী
শিগগিরই দেড়শো’ নতুন আইসিইউ নির্মাণের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রোববার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
আগামী দুমাসের মধ্যে আমরা প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হবো। আর কিছুদিন পরেই আরো ১০ হাজার চিকিৎসক আমরা নিয়োগ দিতে পারবো। এখন ৬০ শতাংশ সেবা দেয়া হয় প্রাইভেট হাসপাতালগুলো, কিন্তু তারা অনেক বেশি দাম ধরে। আমরা আহ্বান করবো তাদের চার্জ যেনো কমিয়ে আনে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন