শিবগঞ্জে আলুর ক্ষেতে লেট ব্লাইট রোগের আক্রমণে চিন্তায় কৃষকেরা
উত্তরের শস্য ভান্ডার হিসাবে পরিচিত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা। এবার এই উপজেলায় ১৮ হাজার ৫ শত হেক্টর জমিতে কৃষকেরা আলু চাষ করেছে। এর মধ্যে ১৫০ হেক্টর জমিতে সান—সাইন জাতের আলুতে লেট ব্লাইট/নাবী ধ্বসা রোগে আক্রন্ত হওয়ায় কৃষরো চিন্তায় পরেছে।
সরেজমিনে উপজেলার বিহার, ধামাহার, গুজিয়া, মোকামতলা, বুড়িগঞ্জ, আটমুল, পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মাঠে গেলে আলুর ক্ষেতে এ রোগের উপস্থিতি পরিলক্ষিত হয়।
ঐ এলাকা সমূহের কৃষক সলিম উদ্দিন, মিনহাজ, দুলাল মিয়া, আজমল হোসেন বলেন, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে আমাদের আলুর গাছে লেট ব্লাইট রোগ দেখে দিয়েছে। এর ফলে আলু গাছে পচন ধরেছে। সান—সাইন জাতের আলুর গাছে লেট ব্লাইট/নাবী ধ্বসা রোগে আক্রন্ত হয়েছে। ৭০ দিনের ফসল অথচ আলুর গাছের বয়স ৪০—৪৫ দিন হচ্ছে। ঔষুধ স্প্রে করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। আমরা কৃষকেরা দুঃশ্চিন্তাই পড়েছি। আলু বীজ, সারসহ প্রতি বিঘায় প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তবে এ রোগের কারণে আমাদেরকে লোকসান গুনতে হবে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আল—মুজাহিদ সরকার বলেন, আবহাওয়াজনিত ও নিম্নমানের বীজ এর কারণে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মেনকোজে গ্রুপের ছত্রাকনাশক ঔষুধ তিন—পাঁচ দিন পর পর নিয়মাফিক স্প্রে করতে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের কৃষি অফিসের আওতায় কৃষকদের নিয়ে উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ কৃষকদেরকে সার্বক্ষনিক এ রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন