বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫জুন) বিকেলে দাঁড়িদহ আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
ময়দানহাট্টা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আলমগীর হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আছার উদ্দিন, সাবেক উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন