শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক যানবাহন।
বৃহস্পতিবার সকাল থেকে পাঁচ শতাধিক যানবাহন পারাপার হয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, ঈদ সামনে রেখে সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী যানবাহন অগ্রাধিকার দিয়ে আগে পারাপার করে দেওয়া হচ্ছে। ফেরিঘাট এলাকায় চাপ এখন অনেকটা কম, লঞ্চ ও সিবোর্ট ঘাট এলাকায় যাত্রীদের চাপ অনেক বেশি।
কাওরাকান্দিগামী যাত্রী আওলাদ হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে ঘাটে অবস্থান করছি। সিবোর্ট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করছে। ফেরিগুলো লোড হতে দীর্ঘ সময় লাগায় ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন