শীতে কাঁপছে দেশ : শৈত্যপ্রবাহ আরো ৩ দিন
রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এটি আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ শনিবার সকালে বলেন, ‘সারাদেশে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এটি আরো দু’তিন দিন অব্যাহত থাকবে। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’ আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীমঙ্গলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এটি আশপাশের আরো এলাকায় বিস্তৃত হতে পারে। ফলে শনিবার দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ আরো বলেন, ‘দু’তিন দিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা কমবে না।’
জানা গেছে, জানুয়ারিতেই একটি তীব্র ও দুটি মৃদু অর্থাৎ তিনটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন