শীতেও ডোকলাম ছাড়ছে না চীনা সেনা
ডোকলাম ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে চীন-ভারত সম্পর্ক। নতুন করে বিতর্কে জড়াচ্ছে দুটি দেশ। ডোকলাম চীনেরই, তাই এই শীতে সেখান থেকে সেনা সরাবে না তারা। বেইজিংয়ের এমন মন্তব্যের পর থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল উ কিয়ান বলেন, ‘ডংলং (ডোকলাম) আমাদের এলাকা। ’ শীতেও ওই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ সেনা মোতায়েন রাখার বার্তা দিয়েছেন তিনি। সেনা থাকবে কিনা, সে ব্যাপারে নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ভুটান জানিয়েছে, ডোকলাম তাদের এলাকাভুক্ত। ভারতও সমর্থন করে সেই দাবি। কিন্তু এবছরের মাঝামাঝি ডোকলামে জোর করে রাস্তা তৈরি শুরু করে চীন। সেই রাস্তা দিয়ে সহজে আটকে দেওয়া সম্ভব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যাওয়ার একমাত্র রাস্তা, চিকেন নেক।
পাশাপাশি ভুটানের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ভারত চীনা সেনার কাজে বাধা দেয়।
অবশেষে, ৭৩ দিন ডোকলামে দু’দেশের সেনা মুখোমুখি থাকার পর ২৮ অাগাস্ট থামে বিরোধ। রাস্তা তৈরি বন্ধ করে চীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন