শীর্ষ করদাতার সম্মাননা পেল ইসলামী ব্যাংক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/images-1-1.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
২০২১-২২ অর্থ বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (২ আগস্ট) কর অঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহীন আক্তার ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানের কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
কর অঞ্চল-২ এর কমিশনার মো. খাইরুল ইসলাম, বৃহৎ কর দাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল হোসেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফুল হক, ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন