শুক্রবার আংশিক সূর্য গ্রহণ, বাংলাদেশে দেখা যাবে না
আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আংশিক সূর্য গ্রহণ হবে। ওইদিন বাংলাদেশ সময় ০০টা ৫৬ মিনিট গ্রহণ শুরু হয়ে ০৪টা ৪৭ মিনিট শেষ হবে। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর আজ এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।
আইএসপিআর আরও জানায়, সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় ০২টা ৫১ মিনিট ২৪ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।
আইএসপিআর জানিয়েছে, অ্যান্টার্কটিকার সয়া স্টেশনের উত্তর-পূর্বে দক্ষিণ মহাসাগরে আগামী ১৬ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় ভোর ৪টা ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আর্জেন্টিনার রোকে পেরেজ শহরের উত্তর-পূর্বে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় সন্ধ্যা ০৬টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে শেষ হবে।
অ্যান্টার্কটিকার ন্যুমায়ের স্টেশনের উত্তর-পশ্চিমে আগামী ১৫ ফেব্রুয়ারি স্থানীয় মান সময় রাত ০৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এস্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৫৯৮।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন