শুভেচ্ছা জানাতে রাস্তার দুপাশে বিএনপি নেতাকর্মীদের ভিড়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছেন অসংখ্য নেতাকর্মী।
বিএনপির নয়াপল্টনের অফিসের পর থেকে ফকিরাপুল, মতিঝিল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়। তারা রাস্তার দু দিকে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে থাকেন।
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রামের পথে বের হয়।
৪ দিনের সফরে কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
খালেদা জিয়ার এই সফরে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে এবার ত্রাণ-সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে আমাদের গজারিয়া প্রতিনিধি মুকবুল জানান, খালেদা জিয়ার কক্সবাজার সফরে যাওয়ার পথে দলের তাকে শুভেচ্ছা জানাতে গজারিয়ায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে বিএনপির নেতা কর্মীদের ঢল নামে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন উপজেলার বিএনপি এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে হাজার হাজার বিএনপির নেতাকর্মী নিয়ে গজারিয়ায় মহাসড়কে সকাল থেকেই অবস্থান নেয়।
এ সময় ভবেরচর বাস ষ্ট্যান্ড, বালুুয়াকান্দি ও বাউশিয়াসহ মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকায় নেতাকর্মীদের ঢল মেনেছে।
এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আ. হাই, জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারন সম্পাদক ইসহাক মিয়া প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন