শুল্ক গোয়েন্দার তলব : এক মাস সময় চান রেইন ট্রি মালিক
দুই তরুণী ধর্ষণের ঘটনায় বনানীর আলোচিত দ্য রেইন ট্রি হোটেলের মালিক আদনান হারুনকে তলব করলেও শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজির হননি তিনি।
বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হতে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন রেইন ট্রির মালিক।
অবৈধ মদ রাখার দায়ে আজ বেলা ১১টায় কাকরাইলে শুল্ক গোয়েন্দা সদর দফতরে কাগজপত্রসহ রেইন ট্রির মালিক ও আপন জুয়েলার্সের মালিককে হাজির হতে বলা হয়।
কিন্তু রেইন ট্রির মালিক তার আইনজীবী মো. জাহাঙ্গীর কবির ও রিয়াজ আহমেদের মাধ্যমে অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হতে এক মাস সময় চেয়ে আবেদন করেন।
গত ১৪ মে রেইন ট্রি হোটেলে অভিযান চালায় শুল্ক গোয়েন্দাদের একটি দল।এ সময় ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।কিন্তু হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে না পারায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালিককে ১৭ মে হাজির থাকতে বলা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন