শেখ হাসিনা ও ৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি ৯জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন মো. ইউসুফ (৫২)। এতে ২৩৩ জনকে আসামি করেছেন তিনি।
এজাহারে নাম থাকা সাংবাদিকেরা হলেন- সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন নিউজের সাবেক বার্তাপ্রধান মুন্নী সাহা, গ্লোবাল টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক নজরুল কবীর, একাত্তর টিভির সাবেক উপস্থাপিকা মিথিলা ফারজানা, মঞ্জুরুল আহসান বুলবুল ও মোরশেদুল ইসলাম।
মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশার মাইজভান্ডারী, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।
এজাহারে মো. ইউসুফ উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই আনুমানিক সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী বউ বাজার রোডে আসামীরা সংঘবদ্ধ জনতাকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশে বিস্ফোরণ ঘটিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে খুন ও খুনে সহযোগীতা করেছে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন