শেখ হাসিনার জন্যই বাংলাদেশে আজ বৃত্তি’র সুবিধা ভোগ করছে শিক্ষার্থীরা
বাংলাদেশে শিক্ষা বৃত্তি’র অস্তিত্বই ছিল না। বিনামূল্যের বই পেয়ে লেখাপড়া করার পাশাপাশি উপ-বৃত্তির অর্থ পাওয়া যাবে এটা বঙ্গবন্ধুর কন্যার অবদান। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর জন্যই আজ দেশে বৃত্তি সুবিধা ভোগ করছে মেধাবীরা।
বৃহষ্পতিবার (২ নভেম্বর) বিকালে পটুয়াখালীর কলাপাড়ায় সরকার কর্তৃক নতুন কারিকুলাম নিয়ে মতবিনিময় ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সাংসদ মো.মহিব্বুর রহমান। এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল অডিটোরিয়ামে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ আরো অনেকে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২ শিক্ষককে সম্মাননা পদক প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন