শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/received_974034027224701-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন,শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প খুঁজতে গেলে কাউকেই পাওয়া যাবে না। তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধিন নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, আওয়ামিলীগ সরকার জঙ্গিবাদ নির্মূল করেছে,দেশের সন্ত্রাস নিরুল করেছে। আওয়ামিলীগ বিশ্বাস করে না কোন গান পাওয়ার কে , শুধু বিশ্বাস করে জনগণ তাদের শক্তি।
তিনি আরো বলেন, আমি জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আপনাদের আস্ত রয়েছে, বিশ্বাস রয়েছে। আমি যেখানেই সেখানেই দেখি লাখো মানুষ ছুটে আসে তার সম্পর্কে দুটি ভালো কথা শোনার জন্য। এমন হওয়ায় একমাত্র কারণ প্রধান মন্ত্রীর প্রতি আপনাদের ভালোবাসা। তিনি বঙ্গবন্ধু কথা স্মরণ করে বলেন সুধি সমাবেশের আগে মন্ত্রী ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে নবনির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রের শুভ উদ্বোধন করে। এবং ভবনটি চত্তরে বৃক্ষরোপন করে পরে প্রধান অতিথি হিসেবে সমাবেশে অংশ নেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান এর সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন,শহীদুজ্জামান সরকার সংসদ সদস্য,নওগাঁ-২, ছলিম উদ্দিন তরফদার,সংসদ সদস্য নওগাঁ-৩, আনোয়ার হোসেন হেলাল, সংসদ সদস্য নওগাঁ-৬,সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি শাহিন মোনয়ারা হক, গোলাম মাওলা,জেলা প্রশাসক নওগাঁ। নওগাঁর পুলিশ সুপার রাশেদুল হক সহ- পুলিশ বাহিনী, র্যাপিড একশন ব্যাটালিয়ন,বর্ডার গার্ড, ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন