শেখ হাসিনার সব প্রতিদ্বন্দ্বীর জামানত বাজেয়াপ্ত
একদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার পাঠানো বার্তা শিট থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এই আসনের ১০৮টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ১৪১ জন।
বঙ্গবন্ধু কন্যা এই আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। আর বাকি প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ১২৩ ভোট, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উজীর ফকির ৪ ভোট, আপেল প্রতীকে এনামুল হক ১০ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মারুফ শেখ পেয়েছেন ৭১ ভোট। আর বাতিল হয়েছে ৩৯৪ ভোট। এ আসনে ভোট পড়েছে শতকরা ৯৩ দশমিক ২৪ শতাংশ।
আইন অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ পেতে হয়। এই আসনে শেখ হাসিনার কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থীই তা পাননি। সুতরাং শেখ হাসিনা ছাড়া বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন