শেরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সরকারি কলেজের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) কলেজ প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়, যেখানে কলেজের বিভিন্ন স্তরের কর্মচারীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ছয় ধরনের ঈদ সামগ্রী।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
অধ্যক্ষ প্রফেসর আবদুর বউফ বলেন, “ঈদ সবার জন্য আনন্দের উৎসব। আমাদের কলেজ পরিবারে যারা পরিশ্রম করেন, তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
উপহার পেয়ে কর্মচারীরা আনন্দ প্রকাশ করেন এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন