শেরপুর সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের আত্মশুদ্ধি ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজে আজ রোভার স্কাউট গ্রুপের আত্মশুদ্ধি ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন রোভার স্কাউট সদস্যরা আনুষ্ঠানিকভাবে সহচর স্তর থেকে সদস্য স্তরে পদার্পণ করেন তথা বাংলাদেশ স্কাউটস ও বিশ্ব স্কাউটের সদস্যপদ লাভ করেন।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে অন্ধকার রুমে মোমবাতি জ্বালিয়ে পবিত্র হয়ে ৩০ জন রোভার সদস্য আত্মশুদ্ধি গ্রহণ করেন ও বুধবার দুপুরে দীক্ষা নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও আরএসএল প্রফেসর উত্তম কুমার নন্দী। তাঁরা নতুন রোভারদের প্রতিজ্ঞা পাঠ করান এবং স্কাউটিংয়ের মূল আদর্শ ও নৈতিকতার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রফেসর মো. আবদুর রউফ বলেন, “রোভার স্কাউটরা ভবিষ্যৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সমাজসেবার মানসিকতা দেশ ও জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রফেসর উত্তম কুমার নন্দী বলেন, “স্কাউট আন্দোলন তরুণদের নৈতিক শিক্ষা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ শেখায়। রোভারদের সমাজ ও দেশের জন্য কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট ইউনিটের অন্যান্য সিনিয়র রোভার মেটগণ। দীক্ষা গ্রহণ পর্বে রোভার স্কাউট সদস্যরা শপথ গ্রহণ করেন এবং স্কাউট আদর্শ ও নৈতিকতা অনুসরণ করার প্রতিশ্রুতি দেন

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন