শেরপুরে গিফট শপের ডিসপ্লেতে ভেসে উঠলো বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/Screenshot_20250109-000707_Photos2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এবার শেরপুর জেলা শহরের রাজ ক্রোকারিজ এন্ড গিফট শপের ডিসপ্লেতে হঠাৎ বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ভেসে ওঠে।
বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শহীদ বুলবুল সড়ক, নিউমার্কেটে অবস্থিত রাজ ক্রোকারিজ এন্ড গিফট শপের ডিসপ্লেতে এ লেখা ভেসে ওঠে। এতে শহরে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নিয়ামুল হাসান আনন্দ’র নির্দেশনায় ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়। ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় জনতা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ষড়যন্ত্র রুখে দিতে তাৎক্ষণিকভাবে প্রতিহত করে পুলিশের কাছে দুজনকে সোপর্দ করা হয়। আগামীতে যখনই গোপন ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে শেরপুর জেলা ছাত্রদল তখনই শক্ত হাতে প্রতিহত করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন