শেরপুরে নদীতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/পানিতে-ডুবে-মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে দুই খালাতো ভাইবোন।
শনিবার (২ অক্টোবর) দুপুরে জেলা সদরের জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলো জেলা সদরের চকপাঠক এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান সুয়াইম (২০) এবং তার খালাত বোন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে বোন রাউফুন (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুয়াইম ও রাউফুন শেরপুর সদরের জঙ্গলদী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে গেলে তারা পানিতে ডুবে যায়। দুজনের কেউ সাঁতার জানত না বলেই এমন দুর্ঘটনা ঘটে।
এদিকে, এক ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী মিলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন