শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/20240605_132449-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলজ, বনজ চারা গাছ রোপণ করা হয়।
উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. পাপিয়া সুলতানার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান উত্তম কুমার নন্দী, সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক আসকর আলী, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক শামসুর রহমান। এসময় শিক্ষার্থীদের প্রতি পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন