শেরপুরের শ্রীবরদীতে আস সুফফাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউটের গৌরবোজ্জ্বল সাফল্য

শেরপুরের শ্রীবরদী উপজেলার লংগরপাড়ায় অবস্থিত আস সুফফাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউট দেশব্যাপী আয়োজিত হিফজুল কুরআন ক্বাওমী মাদরাসা কর্তৃক প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য স্থান অধিকার করে। এর মধ্যে ইসলামী সংগীত গ্রুপে প্রথম স্থান, ইসলামী সংগীত গ্রুপে চতুর্থ স্থান, হুসনে সওত গ্রুপে তৃতীয় স্থান। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আস সুফফাহ ইন্সটিটিউটকে রৌপ্য পদক প্রদান করা হয়।

এ উপলক্ষে শ্রীবরদী বাজার হিফজুল কুরআন নুরানী মাদরাসায় অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

আস সুফফাহ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “এটি আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। মহান রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের মধ্যেই এমন অর্জনের তাওফিক দান করেছেন।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোআ কামনা করা হয়েছে, যেন ভবিষ্যতেও আস সুফফাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউট দ্বীনি খেদমতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।