শেরপুরের শ্রীবরদীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
শেরপুর জেলার শ্রীবরদীতে নলকূপের ডোবার পানিতে পড়ে ইয়াছমিন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ই নভেম্বর) দুপুর ১টার সময় উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের বালুঘাট গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোজাম্মেলের ছোট মেয়ে। তার তিন সন্তানের মধ্যে ইয়াছমিন ছিলো তৃতীয়।
জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে হাটতে হাটতে নানার বাড়িতে যেতে ধরছিলো। পথিমধ্যেই এক নলকূপের ডোবা ছিলো। এদিকে শিশুকে বাড়িতে অনুপস্থিতি দেখে হঠাৎ বাড়ির আশেপাশের জায়গা খোজাখুজির পর ওই ডোবায় শিশুর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নিহতের নানা কুব্বাছ মিয়া জানান, ইয়াছমিন আমার ছোট নাতি, দেড় বছরের শিশু। দুপুরে আমাদের বাড়িতে আসতে ধরছিলো হইতো পানি দেখে ঝাপ দেই। আমি সাড়ে বারোটায় খবর পাইছি। দৌড়ে এসে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তার পরীক্ষানিরীক্ষা করে বলে আমার নাতি মরে গেছে ।
নিহত শিশুর পিতার সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অক্ষম হওয়ায় কিছু শোনা যায় নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন