শেরপুরের শ্রীবরদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত হয় এই খেলা। প্রতিযোগিতায় মোট ৪৩টি দল অংশগ্রহণ করে।

বাঁশির হুইসেল বাজতেই শুরু ভোঁ- দৌড়। ৪৩ টি দলের ঘোড়াগুলোর নাম একেক রকম। আর বাহারি নামে এ ঘোড়াগুলোর দৌড় প্রতিযোগিতা উপভোগে উপজেলার আশপাশে হাজারো মানুষের উপস্থিতি নিয়ে আসে বাড়তি উন্মাদনা। তাদের আনন্দ উল্লাস প্রতিযোগিতার আবেদন বাড়িয়ে দেয় কয়েক গুণ।

দুপুর থেকে শুরু হয়ে বিকেল, ছোট-বড় দুই বিভাগে চলে বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড়। আনন্দ বেদনায় যা উপভোগ করেন সবাই। সকলের আশা, নিয়মিত হবে এ আয়োজন।

পরে আনন্দ ঘন পরিবেশে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল এমপি।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল। উদ্বোধক হিসেবে ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন।

প্রতিযোগিতায় জামালপুর, মাদারগঞ্জ, ইসলামপুর ও পঞ্চগড় থেকে আসা ৪৩টি দল অংশ নেন।